এক বৃদ্ধ নিহত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় । বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়।
ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন গণমাধ্যমকে জানান, ‘সকালে রাজধানীর সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
এসআই মো. উজ্জ্বল হোসেন আরও জানান, ‘দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।’