ইসরায়েল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সংক্রমণের আরেকটি ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে । দেশটি জানিয়েছে, তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে। ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা দেশটির স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, ‘বড় খবর। এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।’ এ বিষয়ে প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে ইসরায়েল। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি। এরপরই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা চতুর্থ ডোজের প্রস্তাব দেওয়া হয়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের অন্তত ৩৪০ রোগী শনাক্ত হয়েছে।