চট্টগ্রাম : কোস্টগার্ড সদস্যরা সোমবার ভোরে বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকা থেকে বস্তাভর্তি এসব ইয়াবা উদ্ধার করে ।সীতাকুণ্ডের কুমিরা উপকূল থেকে কোস্টগার্ডের উদ্ধার করা এসব ইয়াবার মূল্য ৩২ কোটি টাকা বলে জানায় সংবাদ সম্মেলনে।
দুপুরে কোস্টগার্ড পূর্বজোন কৃর্তক আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের আউটার অবস্থানরত একটি ইঞ্জিন চালিত বোট আটকের জন্য অভিযান চালায় কোস্টগার্ড। কোস্টগার্ডের দুটি টিম অভিযানে অংশ নিয়ে ইয়াবা ভর্তি মাদক পাচারকারীদের বোটকে ধাওয়া করে।