চট্টগ্রাম : স্ব- স্ব ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরা মানব- প্রাচীরের নেতৃত্ব দেন। জাতীয় শোক দিবসে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে সোমবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচী পালিত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন সকাল দশটায় নগরীর টাইগার পাস মোড়ে মানব- প্রাচীরের উদ্বোধন করেন। মানব প্রাচীর কর্মসূচীতে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।