ঢাকা : জীবন দিয়ে হলেও জিততে হতো শাউনি মিলারকে।এর নাম লড়াই। অন্তত তার ‘ডাইভ’ দেখে সেটাই মনে হল। মেয়েদের ১০০ মিটার ফাইনালে টাচ লাইনের কাছে এস ঝাঁপিয়ে পড়ে স্বর্ণ জিতে আলোচনার ঝড় তুলেছেন বাহমিয়ান এই নারী অ্যাথলেট।
এদিন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স আর মিলার ক্রস লাইনের একটু আগ পর্যন্ত সমান ছিলেন। মিলার হঠাৎ লাফিয়ে পড়ে ক্রস লাইন টাচ করেন।
মিলার সময় নেন ৪৯.৪৪ সেকেন্ড। ফেলিক্স ৪৯.৫১। দুইজনের এই ‘মহাযুদ্ধে’র ভিড়ে তৃতীয় হয়েছেন জ্যামাইকার শেরিককা জ্যাকসন। তিনি সময় নিয়েছেন ৪৯.৮৫ সেকেন্ড।