অভিযোগ উঠেছে কুমিল্লার দেবিদ্বারে মো. আবদুল আউয়াল নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নৌকা প্রতীককে তাচ্ছিল্য ও অবমাননা করে বক্তব্য দেওয়ার । আবদুল আউয়াল বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রদপ্রার্থী। সম্প্রতি তার দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৃণমূল আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাতে আবদুল আউয়াল বড়শালঘর ইউনিয়নে তার একটি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি নৌকা প্রতীক না পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ইঙ্গিত দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘নৌকা আসলে যে অনেক কিছু হয়ে যাবে তা না, আর নৌকা না পেলে আমিও যে একবারে পিছনে পরে যাব তাও না, আপনারা যারা এখানে উপস্থিত প্রত্যেকে কর্মী ভোটার না, যদি আপনারা সক্রিয় ভূমিকা রাখেন কিসের নৌকা কিসের ছাতা, আসুক যেকোনো মার্কা সমস্যা নেই। আমরা নির্বাচন করব। তার এমন বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।’
তৃণমূল একাধিক নেতাকর্মী বলেন, ‘তিনি ইউনিয়ন আওয়ামী লীগের পদে থেকে নৌকা প্রতীককে তাচ্ছিল্য করে জনগণের সামনে উপস্থাপন করেছেন। এটি নৌকা প্রতীককে অবমাননার পর্যায়ে পড়ে।’
তারা আরও বলেন, ‘আবদুল আউয়াল ২০০৮ সাল পর্যন্ত বড়শালঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন, বিএনপি ক্ষমতা হারালে তিনি স্থানীয় এক প্রভাবশালী নেতার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। পরে ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান।’
এ বিষয়ে আবদুল আউয়াল বলেন, ‘আগে নৌকা প্রতীক ছাড়া ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আমার প্রতিপক্ষ প্রার্থী নিয়েছেন আনারস প্রতীক। আমি ভোটারদের বুঝাতে বলেছি, যদি নৌকা বা ছাতা নাও পাই, আপনারা আমার কর্মী হিসেবে থাকবেন।’
২০০৮ সালের আগে এ ইউনিয়নে নৌকা করার মতো লোকবল ছিল না, এখন সবাই আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ নেতারা অন্য সব দলের সঙ্গে মিলে নির্বাচন করে।
বড়শালঘর ইউপি চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি। বিষয়টি খুবই লজ্জার। এটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।’