চাষাড়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় রিকশাআরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন নারায়ণগঞ্জের । আজ শুক্রবার দুপুর ১টার দিকে চাষাড়া ডাকবাংলোর সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আলতাফ (৪৫) ও তার ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই ট্রাকচালক হাবিবকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আলতাফ হোসেনের প্রথম সংসারের মেয়ে বেলী। সে তার খালার সঙ্গে পঞ্চবটী এলাকায় থাকতো। বিয়ের অনুষ্ঠানের যাওয়ার জন্য মেয়েকে খালার বাসা থেকে নিয়ে রিকশায় সোনারগাঁ রওনা দেন আলতাফ। রিকশাটি চাষাড়ায় এসে মোড় ঘুরতে গেলে পেছন থেকে ইটবাহী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। তবে রিকশাচালক পলাতক।
এসআই জাহাঙ্গীর আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।