এক তরুণী নিজের পরিহিত পোশাক ভাড়া দিয়ে সাড়ে ৩ কোটি মূল্যের বাড়ি কেনার বন্দোবস্ত করে ফেলেছেন । বাড়ি কেনার জন্য অগ্রিম ৩ কোটি টাকা ডিপোজিটও করেছেন তিনি।
এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানকার বাসিন্দা ব্রিটানি ম্যাককোয়াড ব্যবসা হিসেবে শুরু করেছেন অনলাইন ড্রেস ভাড়া দেওয়া।
কোনো অনুষ্ঠানে, কোনো পার্টিতে কিংবা কোনো ফ্যাশন শোতে যাওয়ার জন্য প্রথমেই মাথায় আসে নতুন ড্রেসের কথা। ব্রিটানি ম্যাককোয়াড নারীদের এই ধরনের মানসিকতা খুব ভালোভাবে বুঝতে পেরেই এটাকে কাজে লাগিয়েছেন নিজের ব্যবসায়।ব্রিটানি ২০ বছর বয়সেই শুরু করে দেন অনলাইন ড্রেস ভাড়ার ব্যবসা। এই ড্রেস ভাড়ার ব্যবসায় তিনি লাখ লাখ টাকা আয় করেছেন। সেই টাকা দিয়ে ব্রিটানি ম্যাককোয়াড কিনে ফেলেছেন নিজের স্বপ্নের বাড়ি।
ব্রিটানি ম্যাককোয়াড ২০১৭ সাল থেকে নিজের ড্রেস অনলাইনে অন্যকে ভাড়ায় দেওয়া শুরু করেছিলেন। একটি সংবাদমাধ্যমে কথা বলার সময় ব্রিটানি জানিয়েছেন, তার কাছে এমন অনেক ড্রেস ছিল যা তিনি একবারই শুধু পরেছিলেন। এর ফলে সেইসব ড্রেসগুলোকে ব্রিটানি অন্যকে ভাড়ায় দেওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন।
খবরে বলা হয়, ভাড়ায় ড্রেস নেওয়ার বাজার অনেকটাই বড়, কারণ অনেকেই শুধুমাত্র একবার পরার জন্য ৫০০০ টাকা দিয়ে কোনো ড্রেস কিনতে পছন্দ করেন না। এর জন্যই ব্রিটানি সিক্রেট ট্রেড সেলিং সাইটে নিজের জামাকাপড় অন্যকে ভাড়ায় দেওয়া শুরু করেন। ব্রিটানির এই ধরনের অনলাইন সাইটে এক একটি ড্রেস ১১০০ টাকায় ভাড়া পাওয়া যায়। ব্রিটানি নিজের ড্রেস ভাড়ায় দেওয়ার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন্সটাগ্রামেও পোস্ট করেন। ইন্সটাগ্রামে ব্রিটানি ম্যাককোয়াডের নামে অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ হাজার। এরা ব্রিটানি ম্যাককোয়াডের বিভিন্ন ধরনের ড্রেস খুবই পছন্দ করে।
নিজের এই ব্যবসা ২৫টি ড্রেস দিয়ে শুরু করেছিলেন তিনি। এখন তার কাছে প্রায় ৩০০-র ওপরে ড্রেস রয়েছে। এগুলোর ভাড়া ১১০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে। ব্রিটানি ম্যাককোয়াডের ফ্যাশন সেন্সও খুব ভালো। তিনি বিভিন্ন ড্রেস ইন্সটাগ্রামে পোস্ট করে অন্যদের ফিডব্যাক নিয়ে সেগুলো বিভিন্ন সাইজের কিনে অনলাইন সাইটে ভাড়ার জন্য দেন।