ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি বায়োপিক বা সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণে পারদর্শিতা দেখিয়েছেন। এবার আরও দুটি বাস্তব ঘটনা আনতে চান সেলুলয়েডের পর্দায়! আর এবারের দুটি ঘটনাই হচ্ছে ক্রিকেটকেন্দ্রিক। সিনেমার পর্দায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।

আজ বুধবার মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে নিজ ইচ্ছের কথা প্রকাশ করেন সৃজিত। তার ভাষ্য, ‘আমার খুব ইচ্ছে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে (রকিবুল হাসান ও সাকিব আল হাসান) নিয়ে চলচ্চিত্র তৈরি করার। বিষয়টি নিয়ে কারও সঙ্গেই কথা হয়নি। বাংলাদেশের ক্রিকেটে তাদের যে নাটকীয় ও অনবদ্য অবদান তার ভোলার নয়।’

রকিবুল হাসান প্রসঙ্গে এই নির্মাতা আর বলেন, ‘রকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ তৈরি হয়নি তখন তিনি নিজ দেশের নেতাকে কটু কথা বলার জন্য পাকিস্তানিদের শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন অবিভক্ত পাকিস্তানের ইস্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নামছে, তখন রকিবুল সেটা তুলে ফেলে “জয় বাংলা” স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিল। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’

তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় খেলোয়ার সাকিব। এমন কি তিনি নিজেও সাকিবের ভক্ত। বাংলাদেশের ক্রিকেটে তার অনবদ্য অবদানের জন্য তাকে নিয়েও সিনেমা বানানোর ইচ্ছে আছে সৃজিতের।

তার ভাষ্য, ‘তাদের দুজনকে নিয়ে এখনও বায়োপিক হয়নি- এটাই বিস্ময়ের।’

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031