ঢাকা : পরিচয় মিলেছে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলায় সন্দেহভাজন ‘জঙ্গি’ নেতা মারজানের । তার প্রকৃত নাম নুরুল ইসলাম মারজান। বাড়ি পাবনা সদরের আফুরিয়া গ্রামে।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সোমবার রাতে বলেন, ‘মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান। বাবার নাম মো. নিজামউদ্দীন। তার গ্রামের বাড়ি পাবনা জেলা সদরের হেমায়েতপুর গ্রামে।’
এদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, পুলিশের কাছে মারজানের ব্যাপারে কোনো তথ্য নেই। কারণ মারজানের নিখোঁজ থাকার ঘটনাটি তার পরিবার থানায় জানায়নি।
এ ব্যাপারে মারজানের বাবা নিজামউদ্দীন জানান, মারজান ৭-৮ মাস ধরে নিখোঁজ রয়েছে। তবে তাদের সন্তান যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে সেটা তার ধারণার বাইরে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্ত্রীসহ নিখোঁজ রয়েছেন মারজান। মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র।
হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে মারজানের বিষয়ে গত সপ্তাহে তথ্য চেয়ে ছবি প্রকাশ করেছিল পুলিশ।
১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালিয়ে দেশি-বিদেশিদের জিম্মি করে ফেলে জঙ্গিরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জঙ্গিদের ছোড়া বোমার স্প্লিন্টারের আঘাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। এ ছাড়া রাতেই বিদেশি ১৭ জনসহ ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা।
পরদিন ২ জুলাই সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে বিমান, নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়। সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া কমান্ডো অভিযানে ১২-১৩ মিনিটের মধ্যে জঙ্গিদের নির্মূল করা হয়। এ অভিযানে ৫ জঙ্গি নিহত হন।