গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় জামে মসজিদে । আজ বুধবার বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতার ব্যবহৃত একটি সাদা রঙ্গের প্রাইভেট কার জব্দ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, এই বিষয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান রাসেল বকশীগঞ্জ আসছেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।