ঢাকা : স্বর্ণ জিতবো ভাবিনি আমি। আমার লক্ষ্য ছিল সেরা আট-এ থাকা। অলিম্পিক শিরোপাটা আসলে স্বপ্নপূরণের চেয়েও বেশি।ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম বৃটিশ নারী অ্যাথলেট হিসেবে টানা দুই অলিম্পিকে স্বর্ণ জয়ের হাতছানি ছিল তার সামনে। ফেভারিটের মর্যাদা নিয়েই এবারের রিও অলিম্পিক গেমসে পা রেখেছিলেন বৃটেনের জেসিকা এনিস হিল। তবে বেলজিয়ামের তরুণ তারকা নাফিসাতু থিয়ামের কাছে হার দেখলেন তিনি। রিও অলিম্পিকসে মেয়েদের হেপ্টাথলন ইভেন্টের শিরোপা জিতলেন সেনেগালিজ বংশোদ্ভূত তারকা নাফিসাতু থিয়াম। আর শিরোপা জিতে নাফিসাতু নিজেই অবাক। ট্র্যাক-অ্যান্ড ফিল্ডের পৃথক ৭ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা শেষে শিরোপা নির্ধারিত হয় মর্যাদাকর হেপ্টাথলন লড়াইয়ের। এর পাঁচ ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল থিয়াম-জেসিকার। ষষ্ঠ ইভেন্টে বর্ষা নিক্ষেপে (জেভেলিন থ্রো) জেসিকাকে অনেকটাই ছাড়িয়ে যান থিয়াম। এতে শেষ ইভেন্ট ৮০০ মিটার দৌড়ে থিয়ামকে ৯.৪৭ সেকেন্ডে পেছনে রাখার প্রয়োজন ছিল জেসিকার। এ ইভেন্টে জয় পান জেসিকাই। তবে থিয়ামের সঙ্গে তার ফারাক ছিল ৭.৪৭ পয়েন্টের। রিওতে হার শেষে অশ্রুসিক্ত জেসিকা এনিস হিল বলেন, এটা অনেক বড় এক সিদ্ধান্ত। আমি বাড়ি ফিরে গিয়ে বিষয়টি নিয়ে ভাববো। গত কবছরে আমি অনেক পেয়েছি। এ মুহূর্তে আমি ক্লান্ত ও আবেগাক্রান্ত রয়েছি। ২০১২ লন্ডন অলিম্পিকে বাকিদের বড় ব্যবধানে পেছনে রেখে হেপ্টাথলনের শিরোপা জেতেন জেসিকা এনিস হিল। পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অ্যাথলেটিক্সে ফিরে টানা দুই বিশ্বচ্যাম্পিয়নশিপের শিরোপাও ওঠে তার গলায়। রিওতে হেপ্টাথলনের পৃথক পাঁচ ইভেন্টে নিজের ব্যক্তিগত সেরা নৈপুণ্য দেখিয়ে শিরোপা জেতেন নাফিসাতু থিয়াম। আর জয় শেষে নাফিসাতু বলেন, মাত্র ৬ সপ্তাহ আগে বেলজিয়ান আসরে জেভেলিন থ্রো ইভেন্টে আঘাত পেয়েছিলাম আমি। ডাক্তাররা আমাকে নিয়ে খুব আশাবাদী ছিলেন না।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |