এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের । গতকাল সোমবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামুন উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সম্প্রতি মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেশের সব পূজামণ্ডপ বন্ধ করে দেওয়ার দাবি করে পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল তাকে আটক করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দোয়ারাবাজার থানায় পুলিশ মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো শক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য, সহিংসতা, গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’