পুলিশ সাভারের আশুলিয়ায় নয় বছরের এক শিশুকে বাবা ও ছেলের ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করেছে । গতকাল শনিবার রাতে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার আউকপাড়ার রেজাউল করিম (৪৩) ও তার ছেলে আব্দুর রহমান (২১)। এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রেজাউল করিম ছাদে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এর আগে ৬ আগস্ট তার ছেলে আব্দুর রহমানও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। এদিকে তার মানসিক অবস্থা দেখে পরিবার জানতে চাইলে সবকিছু সে খুলে বলে।