আদালত ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মো. সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (বহিস্কৃত) ইমতিয়াজ হোসেন রুবেল (৪৫) সহোদরসহ ১০ জনের দুই হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন । আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ তারিখ ঠিক করেন।
এদিন পলাতক ৬ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ৩১ অক্টোবর পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ঠিক করেছেন।