শার্ট খুলে রেখেছেন। পরনে শুধু প্যান্টটাই আছে। এভাবেই খালি গায়ে নারী-পুরুষ সবাইকে করোনার টিকা পুশ করেছেন এক মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই)। আবার একটু ফাঁকা হলে টিকাকেন্দ্রেই চেয়ারে বসে ধূমপান করেছেন। রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনার একটি ভিডিও দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে করোনার টিকা দেওয়া হয়। নারী-পুরুষদের জন্য আলাদা কোনো বুথ ছিল না। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রয়োগ করেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। এর আগে শহিদুল ইসলাম টিকাকেন্দ্রের ভিতর একটি চেয়ারে বসে ধূমপান করেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টের কর্মীসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।