আগামী ১৯শে আগস্ট তাদের প্রিয় নায়িকার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে।নিপুণ ভক্তদের জন্য সুখবর। নাম ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদের পরিচালনায় এ ছবিতে নিপুণের পাশাপাশি আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ প্রমূখ। এ ছবির মুক্তি প্রসঙ্গে নিপুণ মানবজমিনকে বলেন, ছবিতে আমার চরিত্রের নাম বিউটি। গত বছরে এ ছবির কাজ শেষ করেছি। রাজবাড়ীর পাংশা, বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। বিদেশে মানবপাচারকে কেন্দ্র করে ছবিটির কাহিনী সাজানো হয়েছে। কাহিনীতে দেখা যাবে, বিউটি যে কোনো কিছুর বিনিময়ে বিদেশে যেতে চায়, এরপর তার বিদেশ যাওয়া নিয়ে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি। নিপুণ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘স্বর্গ থেকে নরক’। ড. অরূপ রতন চৌধুরী ছবিটি পরিচালনা করেছেন। এ ছবিতে মাদকবিরোধী একটা সচেতনতার গল্প ছিল। মানবতার গল্প নিয়ে এ যাবৎ নির্মিত এ জাতীয় ছবিতে নিপুণ অভিনয় করে বরাবরই বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। তবে তার শুরুটা হয়েছিল বাণিজ্যিক ছবি দিয়ে। ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে রূপালী জগতে পা রাখেন তিনি। ২০০৮ সালে ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মত বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এ অভিনেত্রী। এরপর একে একে অভিনয় করেন ‘আমার প্রাণের স্বামী’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বাবার কসম’, ‘বড় লোকের জামাই’, ‘জমিদার বাড়ি’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মতো বউ’, ‘শুভ বিবাহ’, ‘মা বড় না বউ বড়’সহ আরও বেশ কয়েকটি ছবিতে। রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের স¤্রাট, নিরবের সঙ্গেও অভিনয়ে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করেছেন নিপুণ। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে নিয়মিত সময় দিচ্ছেন এ তারকা। গুলশানে জঙ্গী হামলার ঘটনার পর পর ব্যবসাটা একটু খারাপ গেলেও বর্তমানে এ প্রতিষ্ঠানটি আবারো ভালো অবস্থানে উঠে এসেছে বলে জানালেন নিপুণ। তিনি বলেন, মহিলারা রূপচর্চা করা বাদ দেননি। তাই ব্যবসা বেশ ভালোই যাচ্ছে এখন। আর সামনে আরও ভালো হবে বলে আশা করছি। ‘অজ্ঞাতনামা’ ছবিটি নিয়ে বলতে গিয়ে তৌকীর আহমেদেরও বেশ প্রশংসা করেছেন নিপুণ। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব গুণী একজন পরিচালক তিনি। কাজ করতে গিয়ে বিষয়টি আরো ভালোভাবে বুঝেছি। ‘অজ্ঞাতনামা’ ছবির প্রত্যেকটি চরিত্রে ভালো ভালো শিল্পী নিয়েছেন তৌকীর ভাই। দালালের চরিত্রে শহীদুজ্জামান সেলিম এবং পুলিশের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিতে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। দর্শকরা ছবিটি বেশ উপভোগ করবেন বলেই আশা করছি। তবে মুক্তি পেতে যাওয়া ছবি নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করার পরও বর্তমান চলচ্চিত্রের বাজার নিয়ে খোশমেজাজে নেই নিপুণ। তার মতে, এত কিছু করেও চলচ্চিত্রের পরিবর্তন কি সত্যিই হচ্ছে? পরিবর্তনটা হিসেব করা হয় ছবির ব্যবসায়িক লাভ-লোকসান থেকে। এবার ঈদে ‘শিকারি’ ছাড়া অন্য কোনো ছবি লাভের মুখ দেখেনি। ‘শিকারি’ ছবির পাশাপাশি তেমন কোনো ছবি ব্যবসা করেনি বলে জেনেছি। যারা ছবিতে লগ্নি করছেন তারা ভালো কিছু পাচ্ছেন না, পেশাদার প্রযোজক ও পরিচালকরা ছবি নির্মাণ থেকে দূরে রয়েছেন। তবে এরমধ্যে যেসব প্রযোজক ছবিতে টাকা লগ্নি করছেন তাদের সাধুবাদ জানাই। তারা চলচ্চিত্রকে এখনও ভালোবাসেন। এদিকে চলচ্চিত্র আর বিউটি পার্লার দেখাশুনার কাজের বাইরে নিপুণ বর্তমানে এনটিভির কৌতুক উপস্থাপনা ভিত্তিক রিয়েলিটি শো ‘হা- শো’ এর চতুর্থ সিজনের বিচারক হিসেবে কাজ করছেন। এফডিসিতে বর্তমানে এর কাজ চলছে। এতে তার সঙ্গে বিচারক হিসেবে আরো রয়েছেন নন্দিত জাদুকর জুয়েল আইচ ও কন্ঠতারকা মাজহারুল ইসলাম। এ প্রসঙ্গে নিপুণ বলেন, আগের শোতেও বিচারক ছিলাম। এবারের নতুন সিজনেও থাকছি। ‘হা-শো’-এর বিচারকার্য পরিচালনার বিষয়টি আমি দারুণ উপভোগ করছি। শিগগিরই এর শুটিং শেষে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। তবে বর্তমানে আমার চিন্তা-ভাবনা ‘অজ্ঞাতনামা’ ছবিটিকে ঘিরে। আশা করছি, ছবির বিউটি চরিত্রটি দর্শক পছন্দ করবেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |