শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি মাসের মধ্যে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছন । আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিযেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সভায় আলোচনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যটা কী। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন এখনও দেরি হচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, সেহেতু আশা করা যায় এই মাসের (অক্টোবর) মধ্যে সবগুলো খুলে দেওয়া হবে।’দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গতবছরের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আর শিক্ষার্থদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলারও অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা বাস্তবিক সমস্যা হলো হল ব্যবস্থাপনা। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল সেহেতু হলগুলো সংস্কার করে ছাত্রছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার এটাই বড় কারণ।’

স্কুল-কলেজ ইতোমেধ্যে খুলে দেওয়া হয়েছে এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। এ বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন করেছেন যে পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো ঘোষণা করা হয়েছে। যদি পরিস্থিতির মারাত্মক কোনো অবনতি না হয়, এখনকার পরিস্থিতি যদি অব্যাহত বা স্থিতিশীল থাকে, ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ঘোষণা করা হয়েছে সেভাবে নিয়ে নেওয়া হবে।’

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031