যাত্রীবাহী বাস খাদে পড়ে ছায়েদ আলী খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় । এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহতরা।
আজ মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলার ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছায়েদ আলী খান নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের বাসিন্দা।
বাসযাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘চাচা ছায়েদ আলীসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা হয়েছিলাম। বাসটি বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সে সময় চালকের চোখে ঘুম থাকায় ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালাচ্ছিল। তাকে বারবার সতর্ক করা হয়েছিল গাড়ি সঠিকভাবে চালাতে। পরে বাসটি সড়কের বাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ’
দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে।