ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক না কাটলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রশংসা পাওয়ার মত কোনো কাজ করেননি বলে মনে করেন । তিনি বলেন, এই দিন খালেদা জিয়া কেক কাটুন বা না কাটুন তাতে কোনো পার্থক্যই হয়নি।

জাতীয় শোক দিবসে সকালে ধানমণ্ডিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন কখনও ছিল না।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন নরার খালেদা জিয়ার সমালোচনা করে আসছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, প্রকৃত জন্মদিন না হওয়ার পরও বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা দেখাতেই তিনি এই দিন ঘটা করে জন্মদিন পালন শুরু করেন।

সম্প্রতি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে বিএনপি নেত্রীকে অনুরোধ করেছেন। বিএনপির সাবেক নেতা নাজমূল হুদা বলেছেন, ক্ষমতায় থাকতে তিনি খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে একাধিকবার অনুরোধ করেছিলেন।

৯০ দশকের মাঝামাঝি থেকে ১৫ আগস্ট জন্মদিন পালন শুরু করলেও চলতি বছর তিনি কেক কাটেননি। উত্তরাঞ্চলে বন্যার্তদের প্রতি সহমর্মিতা এবং গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি।

এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার কেক না কাটার সিদ্ধান্তের সঙ্গে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো বা না জানানোর কোনো বিষয় নেই। তিনি বলেন, ‘যতদিন তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে না নেবেন, তাকে শ্রদ্ধা না জানাবেন, ততদিন বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন খালেদা জিয়া।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031