মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারে । আজ বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. মাসুম মিয়া (২৮) ও মো. নাসির (৩৫)।
নিহত মাসুম যাত্রাবাড়ীর কাজলার মেম্বার গলির মো. কাশেম মিয়ার ছেলে। তিনি সুয়ারেজ লাইনের সাব ঠিকাদার ছিলেন। আর মাসুম মিয়া থাকতেন জুরাইনে। তিনি পুলিশের সোর্সের কাজ করেন। তারা পরস্পরের পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে হানিফ ফ্লাইওভারে রাজধানী সুপার মার্কেট সংলগ্ন মসজিদের সামনের মোড় থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাসুম ও নাসির মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলেও জানান ওয়ারী থানার উপপরিদর্শক।