ঢাকা : ১৭ বছর আগের বিশ্বরেকর্ড ভেঙে ৪০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন দক্ষিণ আফ্রিকার ওয়েডি ভ্যান নিকরেক মাইকেল জনসনের।
২৪ বছর বয়সী নিকরেক দৌড় শেষ করেন ৪৩.০৩ সেকেন্ডে। ১৯৯৯ সালে জনসন এই পথ অতিক্রম করেন ০.১৫ সেকেন্ড সময় বেশি নিয়ে।
এদিন ২০১২ সালের স্বর্ণজয়ী গ্রেনাডা’র কিরানি জেমস সিলভার জেতেন। তিনি দ্বিতীয় হন ০.৭৩ সেকেন্ড সময় বেশি নিয়ে। আমেরিকান লাশান মেরিত্ত দখল করেছেন ব্রোঞ্জ।
জনসন ১৭ বছর আগে স্বর্ণপদক জিতে ট্র্যাকে দাঁড়িয়ে নিজের জয়কে ‘গণহত্যা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছিলেন।
জনসন কখনো আশা করেননি তার রেকর্ড কেউ ভাঙতে পারবেন। কেননা বোল্ট এই ইভেন্টে দৌড়বেন দৌড়বেন করেও কখনো দৌড়াননি। ওদিকে নিকরেককে অনেকেই তরুণ বলছিলেন।
ভ্যান নিকরেকই এবারের আসরে দক্ষিণ আফ্রিকার প্রথম স্বর্ণজয়ী।
দৌড় শেষ করে তিনি বলেন, ‘ছেলেবেলা থেকেই এটার জন্য প্রতিজ্ঞ ছিলাম। বিশ্বাস করতাম এটা সম্ভব। মাইকেল জনসনকে ধন্যবাদ তার রেকর্ড ভাঙার সুযোগ করে দেয়ার জন্য। আমি আমার সেরাটাই করেছি।’