শার্শা উপজেলা প্রতিনিধি : যশোর

৭০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে যশোরের বেনাপোলে । বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পাঁচভুলাট খলসীবাজার-গোগা রোডের নতুনহাট বটতলা (ধেরেখালী মোড়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, (১) হাসান মন্ডল (২৮), পিতা- আবুল বাশার, (২) আঃ জলিল মোড়ল (৩৫), পিতামৃত- হাসেম আলী মোড়ল, (৩) সাত্তার আলী বিশ্বাস (৩৭), পিতামৃত- গোলাম হোসেন, (৪) চিন্টু হোসেন (৩০), পিতা- জামাল উদ্দিন, সর্বসাং- পুটখালী, থানা- বেনাপোল, জেলা

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদ পায় আটককৃতরা মাদকদ্রব্য নিয়ে অব¯’ান করছেন। এ সময় যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের (ডিবি) এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে তারা পাঁচভুলাট খলসীবাজার-গোগা রোডের নতুনহাট বটতলা (ধেরেখালী মোড়) নামক ¯’ানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান আটককৃতদের থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

সীমান্ত অঞ্চল বেনাপোলে একের পর এক যশোর ডিবি পুলিশের অভিযানে জনমনে প্রশ্ন উঠেছে বেনাপোল পোর্ট থানার এত সংখ্যক দারোগা থাকতে কিভাবে মাদক নিয়ন্ত্রনে যশোর ডিবি পুলিশ অগ্রনী ভূমিকা পালন করছে?

 

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031