দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৫৯ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩১ হাজার ৮০৪ জনের। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭০ জন, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৭, খুলনায় ১৯, বরিশালে ৭, সিলেটে ৬, রংপুরে ৭ ও ময়মনসিংহে ১১।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের। করোনায় মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।