১৯৯২ সালে বিউটি পার্লার ব্যবসায়ী সামিরা হক ও চিত্রনায়ক সালমান শাহ ঘর বেঁধেছিলেন । ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বরে মারা যান সালমান। পরে মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। সম্প্রতি মোশতাকের সঙ্গে সামিরার সংসার ভেঙে গেছে। এখন সামিরা বিয়ে করেছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে।
আজ শনিবার সামিরার সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাটি সত্যি। সামিরা রিসেন্ট বিয়ে করেছে। আমাদের কোনো সমস্যা ছিল না। হঠাৎ করেই সামিরা বিয়ে করে নিয়েছে। এর বেশি আমি কিছু জানি না।’
মোশতাক বলেন, ‘সামিরা কেন (বিয়ে) করেছে, কীভাবে করেছে সেটা সামিরা বলতে পারবে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকব।’
এ বিষয়ে সামিরা বলেন, মোশতাকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতের অমিল হচ্ছিল। নিজেদের বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
মোশতাক জানান, গত ২১ মার্চ মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন সামিরা। গত ২১ জুন দুজনের সম্মতিতেই ডিভোর্স কার্যকর হয়।
সামিরার নতুন স্বামীর ইশতিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। গত ১৫ জুলাই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামিরা এখন নতুন স্বামীর বাসায় থাকছেন।