এক বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে নয়ন মিয়া (৩৫) নামের এক ভিক্ষুককে স্থানীয় জনতা আটক করেছে নেত্রকোনার মদন উপজেলায় । উপজেলার ফতেপুর ইউনিয়নে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্ত নয়ন মিয়াকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিক্ষুক নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, ওই তরুণীর চার বোন ও এক ভাইয়। তাদের তিনজন প্রতিবন্ধী। আজ দুপুরে তরুণীর মা কাজের জন্য বাড়ির বাইরে যান। ফলে ওই বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী তরুণী ঘরে শুয়ে ছিলেন। এ সময় ভিক্ষা করতে আসা নয়ন মিয়া ওই তরুণীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। তরুণীর মা ঘরে এসে এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ভিক্ষুক নয়ন মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তরুণীর মা বলেন, ‘ঘরে এসে দেখি, আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করছেন ভিক্ষুক নয়ন মিয়া। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক করে থানায় খবর দেয়। আমার মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমি এর ন্যয়বিচার চাই।’
তবে ধর্ষণের বিষয় অস্বীকার করে অভিযুক্ত নয়ন মিয়া বলেন, তিনি ওই বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন।
এ বিষয়ে মদন থানার এসআই আশরাউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ভিক্ষুককে আটক করা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’