সিআইডি জানিয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্ত করতে গিয়ে কোনও ক্ষমতাধর ব্যক্তির নাম আসলেও তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে । সংস্থাটি বলছে, জড়িত সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গতকালই শুক্রবার (৬ আগস্ট) চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, কথিত প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের সাতটি মামলা আমাদের (সিআইডি) কাছে হস্তান্তর হয়েছে। আসামিদের আমরা পেয়েছি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তদন্ত শুরু করেছি, তদন্ত পরবর্তী যে কোনও বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি, সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে।
এসব ঘটনায় যারা সত্যিকারভাবে দোষী সিআইডি তাদের খুঁজে বের করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মামলার তদন্তে কোনও তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সে তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে, সত্য ঘটনা উদ্ঘাটন করতে।

এসব ঘটনার পেছনে যারা জড়িত আমরা তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করবো‌, তারা যত ক্ষমতাধরই হোক না কেন, বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031