ঢাকা : শনিবার বেলা ২টার দিকে খারাপ আবহাওয়ায় এমভি মহাগৌরী ও এমভি প্রসেনজিত নামে মাছধরা ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে ১৭ থেকে ২০ জন ছিলেন বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল। মংলায় কোস্ট গার্ডের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, রোববার ভোরে হিরণ পয়েন্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে পাঁচজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, “সন্ধ্যায় হিরণ পয়েন্টে থাকা নৌবাহিনীর জাহাজ বিএনএস সাঙ্গু একটি মেসেজ পাওয়ার পর উদ্ধার কাজ শুরু করে। পরে মংলা থেকে যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।”
এছাড়া তিনটি স্পিড বোট, একটি হেলিকপ্টার ও ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ সরোজিনী নাইডু উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে কর্মকর্তারা জানান।