ঢাকা : প্রথম হয়ে নিজেই অবাক টম্পসন, “আমি যখন শেষ করলাম এবং আশেপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী তখন বুঝতে পারছিলাম না কিভাবে উদযাপন করবো।”রিও গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ২৪ বছর বয়সী টম্পসন সময় নেন ১০.৭১ সেকেন্ড। শুরুতে এগিয়ে থাকা ফ্রেজার-প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়। যুক্তরাষ্ট্রের টরি বোয়ি ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য পদক।
ফ্রেজার-প্রাইস সাংবাদিকদের জানান, ১০০ মিটারের পদক জ্যামাইকাতেই থাকছে দেখে তিনি সবচেয়ে খুশি।
১০০ মিটারে সোনা আর ব্রোঞ্জ রিও অলিম্পিকে জ্যামাইকার প্রথম পদক।