সরকার টিকাদান কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে । ৭ই আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে কেন্দ্রে টিকা দেয়া যাবে । টিকা দিতে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেয়া হবে। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। বৈঠকে তারা ছাড়াও স্বাস্থ্য সচিব, আইজিপি, বিজিবি প্রধানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ই আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। এসময় পর্যন্ত শিল্প কারখানা বন্ধ থাকবে। লকডাউন বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, সমাজসেবকসহ সবাইকে টিকা কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |