চট্টগ্রাম : শনিবার সকাল সাতটা চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ-বিমানবন্দর সড়কের রুবি সিমেন্ট গেটের সামনে শহরমুখি একটি যাত্রীবাহি হিউম্যান হলার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
স্থানীয় ইপিজেড থানার দায়িত্বরত কর্মকর্তা মিনি বড়ুয়া বলেন, সেইভ লাইন নামে হিউম্যান হলারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন কর্ণফুলী থানার জুলধা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) । এছাড়া দুইজনকে গুরতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানয়িভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আরো ৪ জনকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছ্ । হাসপাতালের নাক কান গলা ওয়ার্ডে জিসু (৪০)ও অর্থোপেডিক ওয়ার্ডে পার্থ (৩০) এর চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ফয়সাল হোসেন জানান, পতেঙ্গা থেকে ছেড়ে আসা গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল।