কামচাটকা দ্বীপে কমপক্ষে ২৮ জন আরোহীকে নিয়ে রাশিয়ার এএন-২৬ বিমান নিখোঁজ হয়েছে । বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে কামচাটকা দ্বীপের পালানায় যাচ্ছিল। কিন্তু তা অবতরণের চেষ্টার সময় থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অন লাইন আল জাজিরা। আসলে কি ঘটেছে সে বিষয়ে পরস্পরবিরোধী রিপোর্ট পাওয়া যাচ্ছে। একটি সূত্র বার্তা সংস্থা তাস’কে বলেছেন, বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকে বলেছেন, পালানা শহরের কাছে একটি কয়লা খনির কাছাকাছি এটি পড়ে গিয়ে থাকতে পারে। সঙ্গে সঙ্গে কমপক্ষে দুটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে লাগানো হয়েছে।