একদিনে খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার ১৭ জন, খুলনার ১৩ জন, ঝিনাইদহের পাঁচজন, মেহেরপুরের পাঁচজন, যশোরের ছয়জন, বাগেরহাটের দুজন, চুয়াডাঙ্গার দুজন ও মাগুরার একজন রয়েছেন। এ সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জনে। মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের।
আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।
উল্লেখ্য, এর আগে রোববার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।