রাজধানীতে আরো ৬২১ জনকে আটক করেছে পুলিশ কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ ভঙ্গ করায় । একইসঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, তৃতীয় দিনের লকডাউননে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।