ঢাকা : শনিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা বাঙালি জাতির ইতিহাসে সব চেয়ে শোকাবহ ঘটনা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন। বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক-জিয়া যেভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধবিরোধী ধারা-পাকিস্তানি ধারায় ঠেলে দেয় তাতে প্রামাণ হয় ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং এদের ঘাঁটি বিএনপি- এ চারটি অভিশাপ দেশের বুকের ওপর চাপিয়ে দেয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এ চারটি অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশের পথে, মুক্তিযুদ্ধের পথে পরিচালিত করছে। বাংলাদেশকে বাংলাদেশের পথে, মুক্তিযুদ্ধের পথে ফেরা ঠেকাতেই ধারাবাহিকভাবে অন্তর্ঘাত-নাশকতা-আগুনযুদ্ধ-গুপ্তহত্যা- জঙ্গি সন্ত্রাস চালানো হচ্ছে।
ইনু বলেন, জঙ্গি সন্ত্রাসকে পরাজিত করেই বাংলাদেশকে গণতন্ত্র-সমাজতন্ত্রের পথে পরিচালিত করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, শওকত রায়হান, আফজাল হোসেন খান জকি, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, নারী নেত্রী উম্মে হাসান ঝলমল, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, শ্রমিক নেতা কাজী সিদ্দিকুর রহমান প্রমুখ।