থেমে থেমে বৃষ্টি সকাল থেকেই হচ্ছে ঢাকায় । কখনো টিপটিপ, কখনো মুষলধারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গোটা দেশেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, কয়েকদিন ধরে দেশজুড়ে যে ভারি বৃষ্টি হচ্ছে তা আগামী ৪ঠা জুলাই রোববার থেকে কমতে পারে। ভারি বৃষ্টির কারণে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।