ঢাকা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি উপজেলার পুরো এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করে বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন । শনিবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে নিজের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বিদ‌্যুৎ উৎপাদনের ব‌্যয়ের দিকটি তুলে ধরে সবার উদ্দেশে বলেন, আশা করি, আপনারা বিদ‌্যুৎ ব‌্যবহারের ক্ষেত্রে মিতব‌্যয়ী হবেন, তাতে আপনাদেরও বিল কম দেওয়া লাগবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার এই কাজ হয়েছে, যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন। বিদ‌্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা করছেন, ২০১৮ সালের মধ্যেই ৯৫ শতাংশ জায়গায় বিদ্যুতায়ন করতে পারবেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ‌্যমে প্রতিমাসে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। নসরুল আশা করছেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ‌্যে দেশের মোট ৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাবে। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ‌্য নিয়ে কাজ চালিয়ে ২০১৮ সালের মধ্যে বিদ‌্যুৎ উৎপাদন ১৬-১৭ হাজার মেগাওয়াট ছাড়ানোর আশাও করছেন

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031