বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক) লকডাউনে বিদেশযাত্রীদের যাতায়াতে অসুবিধার বিষয়টি বিবেচনায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে । বুধবার বাংলাদেশ বিমানের পক্ষ থেকে চট্টগ্রাম, সিলেট আর কক্সবাজার রুটে বিশেষ ফ্লাইট চালু রাখার ঘোষণা এসেছিল। ২৪ ঘন্টার ব্যবধানে বেবিচক-এর পর্যালোচনা বৈঠকে নতুন সিদ্ধান্ত এলো। গৃহীত সিদ্ধান্ত মতে- সরকারী-বেসরকারী সব এয়ারলাইন্স এখন থেকে অভ্যন্তরীণ যে কোন রুটে কেবলমাত্র বিদেশযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগ (এয়ার ট্রান্সপোর্টেশন) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা মতে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল এবং যশোর অভ্যন্তরীণ ৬ রুটেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা কিংবা নভোএয়ার যে কেউ ফ্লাইট চালাতে পারবে। তবে ফ্লাইটে কেবল তারাই যাত্রী হবেন, যারা বিদেশে যাবেন কিংবা বিদেশ ফেরৎ। তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী প্রমাণে পাসপোর্ট, ভিসা ও টিকেট প্রদর্শন করতে হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |