ঢাকা : দ্বিতীয় সংসারও ভাঙনের মুখে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শ্রাবস্তী দত্ত তিন্নির । আদনান হুদা সাদ তাকে নির্যাতন করেছেন বলে অভিযোগ তিন্নির। ইতোমধ্যে তিন্নি মেয়েকে নিয়ে স্বামীর সংসার থেকে চলে এসেছেন। আর সেই কথা তিন্নি নিজেই জানিয়েছেন ফেসবুকে।
শনিবার তিন্নি তার মেয়ের ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আমার সাথে অন্যায় হলো। সাদ প্রতারক, অসুস্থ। আমাকে বোকা বানিয়েছে। আমাকে দিন নেই রাত নেই- অসম্ভব নির্যাতন করেছে সে। সে-ই সত্যিকার অপরাধী।’ সারাজীবনের জন্য স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছেন বলেও জানান তিন্নি।
তিন্নি প্রথমে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তার একটি মেয়ে রয়েছে। সেই সংসার ভাঙার পর অনেকটা আড়ালে চলে যান তিন্নি। পরে ২০১৪ সালে তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসেন ব্যবসায়ী আদনান হুদা সাদের সঙ্গে। এ সংসারেও তিন্নির একটি মেয়ে রয়েছে।