বেশ কয়েকটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে গাজীপুরের শ্রীপুর থেকে । এ সময় পাশেই কয়েকটি কঙ্কাল ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি পারিবারিক কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। সকালে এলাকার লোকজন কবরগুলো খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পায়। পাশের একটা বাউন্ডারি ওয়ালের ভেতর কয়েকটি কঙ্কাল পড়ে থাকতে ও দেখতে পায়। পরে কঙ্কাল চুরি হওয়ার বিষয়ে পুলিশে খবর দেয়।
এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে। এছাড়া এর আগে ওই এলাকার মুক্তিযোদ্ধা তাজউদ্দিনের কবরসহ আশপাশের কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।