করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা হচ্ছে ২৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে- গত চারদিন মৃত্যুর মিছিলের পর গত ২৪ ঘন্টায় কেউ মারা যান নি। তবে- আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। বিভাগে নতুন শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলার ১৪২ জন, সুনামগঞ্জ জেলার ৯ জন, হবিগঞ্জ জেলার ২৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৭ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৯২৫ জন।

সিলেট বিভাগে গত এক বছরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮১ জন, সুনামগঞ্জ জেলার ৩২ জন, হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজার জেলার ৩৫ জন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৪৭ জন।
এর মধ্যে সিলেট জেলার ৩২৫ জন, সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031