সরকার করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের চলাচলের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে । এ বিধিনিষেধ সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন পণ্যবাহী যানবাহন ও রিকসা ব্যাতীত সকল যানবাহন বন্ধ থাকবে। সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।
খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (টেকওয়ে) করতে পারবে। সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেয়া করতে পারবে।