ড. অ্যান্থনি ফাউচি টিকাই বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে মন্তব্য করেছেন। ২০২১ সালের শুরুর দিকে করোনায় মৃত্যু পিক বা সর্বোচ্চে পৌঁছার পর নাটকীয়ভাবে মৃত্যু কমে এসেছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এখনও গড়ে প্রতিদিন কমপক্ষে ২০০ মানুষ মারা যাচ্ছেন। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখন প্রাধান্য বিস্তার করে আছে। এ খবর দিয়েছে অনলাইন অ্যাক্সিওস। ওদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনা নির্মূল করার ক্ষেত্রে বর্তমানে এই ডেল্টা ভ্যারিয়েন্ট বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে যেসব টিকা অনুমোদন দেয়া হয়েছে তা এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।
ওদিকে অ্যাক্সিওসের আরেক রিপোর্টে বলা হয়েছে, কিছু বিশেষজ্ঞ বলছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে বড় আক্রমণ হানতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে যদি টিকাদানের হার কম হতে থাকে, তাহলে দেশের যেসব স্থানে পকেটের সৃষ্টি হয়েছে সেখানে সংক্রমণ তীব্র করতে পারে এই ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্টকে এ সপ্তাহে সিডিসি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ভিওসি হিসেবে তালিকাভুক্ত করেছে। তারা আরো বলেছে, ৫ই জুন সমাপ্ত দু’সপ্তাহে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে শতকরা প্রায় ১০ ভাগের জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |