হাতিরঝিল থানা পুলিশ আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতা নদী আক্তার ইতিসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ সকালে রাজধানীর শ্যামলীর তেজগাঁও উপ কমিশনার (ডিসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। তিনি বলেন, যশোর এবং নড়াইলে পৃথকভাবে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম সদস্য নদী (২৮), মো. আল আমিন হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আমিরুল ইসলাম (৩০), পলক মন্ডল (২৬), মো. তরিকুল ইসলাম (২৬) এবং বিনাশ সিকদারকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নদীর সঙ্গে টিকটক হৃদয়সহ আরো অনেকের ঘনিষ্ঠতার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে স্থানীয়ভাবে একজন ইউপি সদস্যও কাজ করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান উপ কমিশনার শহিদুল্লাহ।