ঢাকা : বৃহস্পতিবার মুসুল্লিরা যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায়, তখনই তারা বিস্মিত হন মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পেয়ে।আজানের পরিবর্তে সঙ্গীত বাজানোর ঘটনা ঘটেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের কয়েকটি মসজিদে । বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ।
এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রচার সিস্টেমে কোনও ত্রুটি ছিল কি-না তাও খতিয়ে দেখা হবে।
এই বিষয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে কোনোভাবেই ‘গ্রহণযোগ্য’ নয় বলে মনে করছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
– See more at: http://www.priyo.com/2016/Aug/13/231736#sthash.82J0PG2O.dpuf