প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায়। বৃহপতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।