ঢাকা : যৌন হয়রানির অভিযোগ উঠেছে রিও অলিম্পিকে নামিবিয়ার বক্সার জোনিয়াস জোনাসে বিরুদ্ধে। এরই মধ্যে তাকে আটক করেছে ব্রাজিল পুলিশ। শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নামিবিয়া প্রেস এজেন্সি।
নামিবিয়া প্রেস এজেন্সি জানায়, অভিযুক্ত জোনাস বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্ত করার পর তার বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ।
এদিকে রিও অলিম্পিক কাভার করতে আসা এক নামিবিয়ান সাংবাদিক জানিয়েছেন, দ্রুত এই সমস্যা সমাধানের জন্য তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আইনজীবীদের দারস্থ হচ্ছেন।
এ নিয়ে চলমান রিও অলিম্পিকে যৌন হয়রানি কিংবা ধর্ষণ চেষ্টার দায়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জেলে যেতে হলো জোনাসকে।