চলতি সপ্তাহে আদানি ব্রাদার্সের ছটি লিস্টেড কোম্পানির শেয়ারে ধস নামে। মুকেশ আম্বানিকে প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু এশিয়ার সেরা ধনী হওয়ার দৌড়ে থমকে যেতে হলো গৌতম আদানিকে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রায় ১৩.২ বিলিয়ন ডলার কমে গৌতম আদানির সম্পদের পরিমাণ এখন ৬৩.৫ বিলিয়ন ডলার যা মুকেশের রিলায়েন্সের থেকে বেশ কম। অথচ, মুকেশকে প্রায় ধরে ফেলেছিলেন গৌতম। এর ফলে আদানিদের আর্থিক অর্জন বাধাপ্রাপ্ত হয়।
আদানিদের পক্ষ থেকে এই লিস্টেড কোম্পানির শেয়ার বন্ডের দাম পড়ে যাওয়ার ঘটনাটিকে একশ্রেণীর মিডিয়ার রটনা এবং গভীর চক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও শেয়ারে ধস বন্ধ করা সম্ভব হয়নি।
মরিসাসের অফশোর ব্যাংকিং সিস্টেমেও আদানিদের এই পতনের অভিঘাত লেগেছে। বিশেষজ্ঞ মহল এটিকে কর্পোরেট মহাযুদ্ধ বলে আখ্যা দিলেও আদানিরা এখন পরিস্থিতি সামাল দিতে নেমেছেন। ভারতীয় শেয়ার বাজার কি আরও কৃত্রিম পতন দেখবে? বিশেষজ্ঞরা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।