সড়ক দুর্ঘটনা অনেক বেড়েছে দেশে বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদুল ফিতর উদযাপনকালে। এবছর ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (৭-২০ মে) দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৩৯টি। এতে নিহত হয়েছেন ৩১৪ জন এবং আহত হয়েছেন ২৯১ জন।

অন্যদিকে এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে ঈদুল ফিতরের আগে-পরে ১২ দিনে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১২৮ টি যাতে নিহত হয়েছিলেন ১৪৭ জন এবং আহত হয়েছিলেন ৩১৮ জন। আর ২০১৯ সালে ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (৭-২০ মে) দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৪৬টি যাতে নিহত হয়েছিলেন ১৯৪ জন এবং আহত হয়েছিলেন ৪০২ জন।
শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তারা জানায় ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে উক্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিহত ৩১৪ জনের মধ্যে নারী ৪৩, শিশু ২৮। ১২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৪ জন, যা মোট নিহতের ৪২.৬৭ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনার হার ৫০.৬২ শতাংশ। দুর্ঘটনায় ৭৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৪.২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩৭ জন, অর্থাৎ ১১.৭৮ শতাংশ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031