অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে ভারতের আসামের চা বাগানগুলোতে কোভিড সংক্রমিত হয়ে । চা বাগান এলাকায় কোভিড শনাক্ত হয়েছে প্রায় ১৮০০ মানুষের। আসামের সরকার চা বাগানগুলোতে কোভিড সংক্রমণ রোধে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে এই মৃত্যু ও আক্রান্তের উচ্চ মাত্রার খবর পাওয়া গেলো। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ১৯শে মে পর্যন্ত আসামের ২২৯টি চা বাগানে ১৮৫১ জনের কোভিড শনাক্ত হয়েছে। এরমধ্যে সরকারের নির্দেশনা অনুসরণ করে ২১৪টি চা বাগানে কোভিড কেয়ার কেন্দ্র খোলা হয়েছে। যদিও সেখানে পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নেই। এ নিয়ে রাজ্যটির চা শ্রমিক মন্ত্রী সঞ্জয় কিশান বলেন, গত বছর চা বাগানগুলোতে কোভিড সংক্রমণ দেখা যায়নি। কিন্তু এবার সংক্রমণ দেখা যাচ্ছে। আমার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের কোভিড সংক্রমণ থামাতে আরো চা বাগান বন্ধ করে দেয়া লাগতে পারে।
আসামে প্রায় ৮৫০টি বড় চা বাগান রয়েছে। এখানে কাজ করে আসামের মোট জনসংখ্যার ১৮ শতাংশ। যেসব বাগানে ২০ জনের বেশি করোনা শনাক্ত হচ্ছে সেটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।